কারাগার পার্ট ১
➤ কারাগার - পার্ট ১
➤ জেনারঃ ফ্যান্টাসি, মিস্ট্রি, ড্রামা
➤ পরিচালনাঃ সাইদ আহমেদ শাওকি
➤ এপিসোডঃ ৭টি
➤ প্ল্যাটফর্মঃ Hoichoi
প্লটঃ
আমরা সবাই জানি যে একটা জেল খানায় সেল রয়েছে ১৪৫ টা। নিত্যদিনের মতোই কয়েদি গননা করতে গিয়ে একজন কয়েদি বেশি পাওয়া যায় তাও এমন এক সেলে যেটা গত ৫০ বছর ধরে বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে কে এই লোক? তার পরিচয় কী?
কীভাবে সে প্রবেশ করল ৫০ বছর ধরে বন্ধ হয়ে থাকা সেলটি তে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে দেখতে হবে ‘কারাগার’ওয়েব সিরিজটি।
অভিনয়ঃ
এই সিরিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে, এখানে প্রতিটি চরিত্রকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। থাম্বনেলে চঞ্চল চৌধুরী আছেন বলে শুধু যে তার স্ক্রীনপ্লে বেশি থাকবে, ব্যাপারটা এমন ছিলো না।
এবার বলব অভিনয় নিয়ে। চঞ্চল চৌধুরীকে দিয়ে শুরু করি। আপনারা অনেকেই বলেছেন যে এখন পর্যন্ত কারাগার তার বেস্ট কাজ। কিন্তু আমার মতে না। এটা তার বেস্ট পারফর্মেন্স ছিলো না। তিনি যে বেস্ট, সেটা আরও অনেক আগেই প্রমাণ করেছিলেন।
তাই আপনাদের কাছে ওনার ভিন্ন কিছুর সংযোজন হওয়াকে মনে হয় বেস্ট। তিনি এমনি একজন অভিনেতা উনাকে আপনি যতই চ্যালেঞ্জিং চরিত্র দেন না কেন, উনি সেটা কোনো দ্বিধা ছাড়াই আপনাকে প্লে করে দেখাবেন। এখানেই আছে কোনো অভিনেতার জাত-স্বার্থকতা।
তবে এই না যে এটাই তার এ্যাভারেজ কাজ, অবশ্যই এটা তার অনেক ভালো কাজ ছিল। তার চরিত্রের এক্সপ্রেশন, লুক ছিলো একদম টপ-নচ! সাথে তার বোবাকালার অভিনয়ও অনেক অনেক প্রশংসার দাবি রাখে।
তাসনিয়া ফারিণের অভিনয়ও ছিল দুর্দান্ত। এফ এস নাইম তিনিও তার জায়গায় যথেষ্ট ভালো করেছেন। আফজাল হোসেনর সুরমা পরা চোখের তাকানোর ভঙ্গিমা দেখলে আপনার শরীর কাটা দিয়ে উঠতে পারে! যতক্ষণ স্ক্রীনে ছিলেন- বেশ ভালোই অভিনয় করেছেন।সাপোর্টিং কাস্ট যারা ছিল তারাও অনেক ভালো ছিলো।