> সিজন ১
> কাইজার লেভেল ১ (HoiChoi)

এককথায় বললে, আমার দেখা "সেরা" বাংলাদেশী ওয়েবগুলোর একটি সিরিজ। ক্রাইম থ্রিলার জনরায় অত্যন্ত ভাল একটি ওয়েব সিরিজ | হ্যাটস অফ টু তানিম নূর ফর মেকিং দিস মাস্টারপীস!


অসাধারণ লেয়ারড স্টোরিটেলিং... সাসপেন্স, টুইস্ট, ইমোশন আর অনেক সেনসিটিভ ইস্যু ঘিরে বানানো অরিজিনাল একটা মিস্ট্রি প্লট! বাংলাদেশী কন্টেন্ট গুলোতে ইউজুয়ালি যে তিনটা জিনিসের ব্যাপক অভাব থাকে-

১/ বুদ্ধিদীপ্ত ডায়লগ,

২/ ডিটেইলড স্ক্রিনপ্লে

৩/ক্যারেক্টার ডেভেলপমেন্ট

এই তিনটার প্রতিই এই সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে!নিয়ার পারফেক্টলি ডিটেইলড স্ক্রিনপ্লে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত ডায়লগস! এই সিরিজের স্ক্রিপ্ট রাইটারকে জাতীয় পুরষ্কার দেওয়া উচিত🥰!!!

এর সাথে যুক্ত হয়েছে প্রতিটা,একেবারে প্রতিটা মানে একেবারে প্র তি টা ক্যারেক্টারের ফাটিয়ে দেওয়া অভিনয়!!!!এমনকি শিশুশিল্পীদের কাছ থেকেও সেরাটা বের করে নিয়েছেন পরিচালক❤!

আফরান নিশোর কথা নতুন করে আর কি বলব?এই সিরিজ দিয়ে তিনি নিজের লেভেল আরো দুই তিন ধাপ উপরে তুলে নিয়ে গেছেন!এই সিরিজটা তার ক্যারিয়ারে একটা মাইলফলক হয়ে রইল!

এর পাশাপাশি মুক্তির আগে অতটা আলোচনায় না থেকেও "মহানগর ১" এর "মলয়" খ্যাত মোস্তাফিজুর নূর ইমরান গোটা সিরিজে নিজের মহিমায় ভাস্বর ছিলেন। জাস্ট "নায়কের বন্ধু" হিসেবে সাইডে দাঁড়িয়ে থাকেননি!নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই সিরিজে🥰|

প্রতিটা ভিলেন ক্যারেক্টারও নিজেদের ডিসটিংকটিভ সত্ত্বাটা ধরে রেখেছেন! প্রতিটা প্রধান চরিত্রের ক্যারেক্টার ডেভেলপমেন্ট,পাস্ট,পরস্পরের সাথে কেমিস্ট্রি এবং ওয়ান অন ওয়ান ডায়লগবাজি সবই খুবই উপভোগ্য ছিল🥰!

যারা ডিটেকটিভ বা ক্রাইম থ্রিলার জনরার ভক্ত "কাইজার ওয়েব সিরিজটি" তাদের জন্য একটি ১১০% রেকমেন্ডেড সিরিজ! দেখুন, দেখার পর আপনি নিজেই বুঝবেন আমি কেন উপরে এতো এতো কথা লিখেছি!

আর গর্বিত হোন যে বাংলাদেশও মহানগর,কাইজার,মাইসেলফ এ্যালেন স্বপনের মত ওয়েব সিরিজ সিরিজ বানাতে সক্ষম❤!


কাইজার লেভেল ১ নামাতে এখানে টাচ বা ক্লিক করুন