তাকদীর মানে ভাগ্য,ভাগ্যের নির্মম পরিহাসে ফেঁসে গেছেন তাকদীর সাহেব|ওয়েব সিরিজটি তৈরি হয়েছে একজন ফ্রিজার ভ্যানচালকের গল্প নিয়ে | যার কাজ হচ্ছে মৃত ব্যক্তিদের লাশ এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেয়া।



নতুন আলোর পত্রিকার সাংবাদিক আফসানা ধর্ষিতা এক মেয়ের রিপোর্ট কাভার করতে গিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তার মৃত্যু ঘটে।এখন প্রশ্ন হলো কে বা কারা খুন করলো তাকে?কেনই বা তাকে খুন করলো?এবার গল্পের মোড় নেয় আরেক দিকে! তাকদীর তার ফ্রিজার ভ্যানে সাংবাদিক আফসানার লাশ দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়ে!

আর এদিকে সাংবাদিককে খুঁজতে খুঁজতে তাকদীরের পিছনে পড়েছে গোয়েন্দা পুলিশের দল।এই লাশ নিয়ে এখন কোথায় যাবে সে? দোটানার মাঝেই চলতে থাকে ওয়েব সিরিজের  গল্পটি।যা কিনা ধীরে ধীরে পলিটিক্যাল ইস্যুর মধ্যে জড়িয়ে পড়ে। লিড কাস্ট এ যেসব তুখোড় অভিনেতারা রয়েছেন তাতে বোঝাই যায় পারফরম্যান্স কোন লেভেলে থাকার কথা।


তবে আলাদা করে বলতে হয় ছানজিদা পার্থ বড়ুয়া এবং চঞ্চল চৌধুরীর কথা যাদের পারফরম্যান্স আপনাদের স্ক্রিন থেকে চোখ ফেরাতে দেবে না এক মুহূর্তের জন্য।বাকিরাও যার যার জায়গায় ঠিক-ঠাক ছিল, এই সিরিজের আর একটি প্রশংসনীয় দিক হলো এর স্ক্রিনপ্লে এবং এর স্টোরি যা আপনাকে গল্পের সঙ্গে চুম্বুকের মতো ধরে রাখবে শেষ পর্যন্ত।