• ওয়েব সিরিজ : মহানগর-১

• রেটিং : 8.6/10

• প্ল্যাটফর্ম : Hoichoi

• বানিয়েছেন : আশফাক নিপুন

• ধরন : মিস্ট্রি, থ্রিলার


ঢাকা মহানগরের কোতোয়ালি থানার নীতি নৈতিকতা বিবর্জিত একজন হচ্ছেন ওসি হারুন অর রশিদ। তার আছে বিশাল ভুড়ি এবং সরকার কর্তৃক দেওয়া কিছু ক্ষমতা। আর তার শরীরে আছে গন্ডার নামক পশুর চামড়া।

যার জন্য সে রাস্তার একজন সাধারণ নিরপরাধ মানুষকে ধরে এনে মার্ডার কেসের আসামী বানিয়ে দিতে দ্বিতীয় বার ভাবেনা। এই নীতি নৈতিকতা বর্জিত অফিসার কিন্তু কথায় কথায় আপনাকে উপদেশ দিবে আর দুইটা নীতি বাক্য শুনাবে!

অন্যদিকে, নিজের জন্মদিনের পার্টি শেষ করে বাসায় ফিরছিলেন VIP আফনান চৌধুরী। পথে তার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল চালকের। এটা বাকি আট দশটা গাড়ি দুর্ঘটনার মতই হওয়ার কথা ছিলো কিন্তু তা হয়নি। বরং এক্সিডেন্টের কিছুক্ষণ পরেই লাশ উধাও হয়ে যায়।

হাসপাতাল কিংবা মর্গে কোথাও লাশের হদিস খুঁজে পাওয়া যায়না।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আফনান চৌধুরীকে থানায় নিয়ে আসা হয়। বেরিয়ে আসে একের পর এক তথ্য আর সেই সাথে ঘনীভূত হতে থাকে রহস্য জাল। আইনের ফাঁক-ফোকর দিয়ে কৌশলে আফনান চৌধুরীকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা করে ওসি হারুন।

অন্যদিকে সত্যকে খুঁজে বের  করতে মরিয়া হয়ে উঠে ইন্সপেক্টর মলয় আর এসি শাহানা।এভাবেই এগিয়ে যেতে থাকে আট পর্বের মহানগর সিরিজটি। 

মহানগরের প্লট একেবারেই সাদামাটা নয়। আর যে পরিমাণ সাসপেন্স ছিলো সেটা আপনাকে সিরিজের শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। লাস্ট এপিসোডটা দেখার আগে কিছুই অনুমান করা সম্ভব হবেনা। থ্রিলার তো এমনই হওয়া উচিত তাইনা?


সিরিজটি নামাতে এখানে ক্লিক বা টাচ করুন